এবিএনএ : র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দুই মাস পর পাওয়ার পরই তা প্রকাশ করা হবে।’ বৃহস্পতিবার সকালে গুলশানে লাইলা টাওয়ারে পিডব্লিউসির বাংলাদেশ অফিসের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রিপোর্ট বের হবে আফটার দ্য ফাইনালাইজেশন অব রিপোর্ট।’
এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দেন।