জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজশাহীর বাগমারায় ৫ জেএমবি সদস্য গ্রেফতার

এবিএনএ : রাজশাহীর বাগমারা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাগমারা থানা পুলিশ। আটকরা হলেন- উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), উদপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৩৮), চন্দ্রপুর গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫), জাবেদ আলীর ছেলে আবদুল মান্নান (৩৫) ও মৃত সামির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩৩)।
বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, গ্রেফতার আবদুস সাত্তারের নেতৃত্বে অন্য চার জেএমবি সদস্য বাগমারায় আবার নতুন করে তাদের কর্মকাণ্ড শুরু করেছিল।গোপন সংবাদে জঙ্গিবাদ ছড়ানোর দুরভিসন্ধির বিষয়টি জানতে পেরে পুলিশ  তাদের গ্রেফতার করে।বাগমারা থানার ওসি নাসিম আহমেদ জানান, গ্রেফতার সবাই থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাদের নামে আগে থেকেই মামলা রয়েছে।
তিনি আরও জানান, নতুন করে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button