জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজনৈতিক দলের দেওয়া নাম নিয়ে বৈঠকে সার্চ কমিটি

এবিএনএ : নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে ২৭টি রাজনৈতিক দল।
​মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো সার্চ কমিটিকে দেওয়া হয়। দুটি দল নাম না দিলেও চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে। কমিটির ছয় সদস্য সেগুলো যাচাই-বাছাই করতে বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেছেন।
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে ৩১ রাজনৈতিক দলের সংলাপ হয়েছে। ওই সব রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে পাঁচজনের নামের তালিকা চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। মঙ্গলবার নাম পাঠাতে বলা হয়। এরই অংশ হিসেবে ২৭টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম জমা দেয়।

Share this content:

Back to top button