এবিএনএ : রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় গাড়িচাপায় প্রাণ গেল দুই ট্রাফিক পুলিশ সদস্যের। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪০) ও এনায়েত হোসেন (৪০)।
পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবড়ীর কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হন দেলোয়ার। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
ট্রাফিকের এটিএসআই আজিজুল হক জানান, দেলোয়ার হোসেন রাজারবাগ পুলিশ লাইন রিজার্ভ ফোর্স হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে ডিউটিতে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মৃত আব্দুল রহিমের ছেলে।
অপরদিকে রোববার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৯ সেক্টরের ৪ নং রোডে ডিউটি করার সময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই নিহত হন এনায়েত হোসেন (৪০)।
পরিবার নিয়ে এনায়েত হোসেন উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।