বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘খালেদা জিয়া ৫ মিনিটও দাঁড়াতে পারছেন না’

এবিএনএ : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উঠে পাঁচ মিনিটও দাঁড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান পরিবারের পাঁচ সদস্য। দেখা করে বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচন্ড ব্যাথা। গায়ে হাত দেওয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছেন। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে উনার মুক্তি দাবি করছি আমরা।’

সেলিমা ইসলাম বলেছেন, ‘উনার শরীর এতই খারাপ যে, এই মুহূর্তে যদি উনাকে উন্নত চিকিৎসা দেওয়া না হয় তাহলে উনার যে কি হবে, সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন, উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক।’ খালেদা জিয়ার বোন আরও বলেন, ‘খালেদার বিছানা থেকে বাথরুম দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুক যেতেই তার ২০ মিনিট লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজকেও ফাস্টিং ব্লাড সুগার ১৪-১৫ ছিল।’

আজ বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার বেয়াইন মিসেস ফাতিমা রেজা, ভাগনি শাহিনা জামান খান, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি মিসেস কানিস ফাতিমা ও বোন মিসেস সেলিমা ইসলাম। এর আগে গত ৫ ও ২৪ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেন।

Share this content:

Back to top button