বিনোদন

এবার শুভেচ্ছাদূত সুজানা

এবিএনএ : সর্বশেষ ঈদে অভিনয় করেছেন বেশকিছু নাটকে। এরই মাঝে অমিতাভ রেজার দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন। জড়াচ্ছেন তিনটি ধারাবাহিকেও। কিন্তু নতুন খবর হলো, এবার তাকে দেখা যাবে শুভেচ্ছাদূত হিসেবে। বলছি, সুজানার কথা। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার সন্ধ্যায় অফিসিয়ালি জানানো হবে একথা। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট’। আর যমুনা গ্রুপের টিম ভিক্টোরিয়ানস-এর শুভেচ্ছাদূত হিসেবে  রয়েছেন সুজানা।  এ প্রসঙ্গে সুজানা বলেন, “প্রথমবারের মতো এ ধরনের কোন কাজে নিজেকে জড়ালাম। গতানুগতিক কাজের বাইরে একটু বৈচিত্র্যের জন্যই এ সিদ্ধান্ত। টিম ভিক্টোরিয়ানসকে তুলে ধরাই আমার চেষ্টা। এছাড়া আজ সন্ধ্যায় অফিসিয়ালি ভিক্টোরিয়ানসের সংবাদ সম্মেলন রয়েছে। বাকিটা সেখানেই জানানো হবে।”

Share this content:

Back to top button