আন্তর্জাতিক

‘বাবা’র মতো শক্ত কথা বলতেই হয়: ট্রাম্পের গালি নিয়ে যা বললেন ন্যাটো প্রধান

ট্রাম্পের কড়া ভাষা নিয়ে প্রশ্ন উঠলেও ন্যাটো প্রধান মার্ক রুট্টে বললেন, মাঝে মাঝে শক্ত কথা না বললে কাজ হয় না

এবিএনএ:  ন্যাটো সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের নেতারা জড়ো হয়েছেন নেদারল্যান্ডসের হেগে। আলোচনার কেন্দ্রে ছিল ইরান-ইসরায়েল উত্তেজনা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি। তবে সংবাদ সম্মেলনে ট্রাম্পের কড়া ও বিতর্কিত ভাষা নিয়েই উঠে আসে নতুন বিতর্ক।

মঙ্গলবার ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের সংঘর্ষ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা এতদিন ধরে লড়ছে যে নিজেরাই জানে না কী করছে।” এ সময় তিনি একটি অশোভন শব্দ ব্যবহার করে হঠাৎই সামনে হাঁটতে শুরু করেন।

পরদিন বুধবার ন্যাটো সেক্রেটারি জেনারেল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে এ বিষয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেন, “বাবাকে মাঝে মাঝে শক্ত ভাষা ব্যবহার করতেই হয়।” ট্রাম্পও তখন যোগ করে বলেন, “আমাদের মাঝে মাঝে কিছু কঠিন শব্দ ব্যবহার করতেই হয়।”

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প বলেন, “এটা অনেকটা দুই শিশুকে এক স্কুল মাঠে রেখে দেওয়া— যারা একে অপরের সঙ্গে নরকের মতো লড়াই করে। কিছু সময় তাদের লড়তে দিতে হয়, তারপর থামানো সহজ হয়।”

এই মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন ভাষা প্রয়োগ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শালীনতা লঙ্ঘনের শামিল।

তবে ট্রাম্পের ভাষার পেছনে ‘ব্যক্তিত্বগত কৌশল’ আছে বলেই মনে করেন তার অনেক ঘনিষ্ঠ সহযোগী। ন্যাটো সম্মেলনে তার মন্তব্য নতুন করে প্রমাণ করল যে ট্রাম্প এখনও রাজনৈতিক মঞ্চে তার স্বভাবসুলভ কড়া কণ্ঠেই বক্তব্য রেখে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়— এটি তার ভবিষ্যৎ কৌশল এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button