আন্তর্জাতিক

ব্রিটেনের পার্লামেন্টের সামনে ছুরিসহ যুবক গ্রেফতার

এবিএনএ : ব্রিটেনের পার্লামেন্টের সামনে ছুরিসহ এক যুবককে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ। লন্ডনে উচ্চ সতর্কতার মধ্যেই গতকাল বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার এলাকায় নিয়মিত অভিযানের সময় সন্ত্রাসী সন্দেহে গ্রেফতার করা হয়। সাউথ লন্ডন পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে টেররিজম অ্যাক্টের অধীনে গ্রেফতার করা হয়েছে। আকস্মিক এ ঘটনায় সঙ্গে সঙ্গে ওয়েস্টমিনস্টার এলাকার প্রবেশ দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। দুই ঘণ্টা পরই অবশ্য আবার খুলে দেওয়া হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশের ফায়ারআর্মস কমান্ডো বিশেষজ্ঞরা পার্লামেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সন্ত্রাসবাদী কর্মকা ের উদ্দেশ্যে অস্ত্র বহনের সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা ছুরি উদ্ধার করে সেটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ এটাও বলছে, গ্রেফতারকৃত ব্যক্তি সাধারণ মানুষের জন্য হুমকি ছিল। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাকপ্যাকে দুটি ছুরি ছিল। এর মধ্যে একটি ছিল নানরুটি কাটার বিশাল ছুরি। এর আগে ২২ মার্চ ব্রিটেনের পার্লামেন্ট এলাকায় হামলা চালায় খালিদ মাসুদ নামের ২৫ বছরের এক ব্যক্তি। ওই ঘটনায় হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও ছিলেন। ওই ঘটনার পর থেকেই লন্ডনে উচ্চ সতর্কতা জারি করা হয়, যা এখনও বহাল আছে।

Share this content:

Back to top button