লাইফ স্টাইল

যে রেফারির রূপে মুগ্ধ সবাই

এ বি এন এ : একাতেরিনা নামের রাশিয়ান এক নারী সবার নজর কেড়ে নিয়েছেন নিজের রূপ ও লাবণ্য দিয়ে। ২১ বছর বয়সী একাতেরিনা পেশায় রেফারি। এই মুহূর্তে তাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দরী রেফারি।

এখনও পর্যন্ত তিনি কিন্তু একটি পেশাদার ম্যাচও খেলাননি। তাতে আর কী হয়েছে? তার জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে।

পেশাদার ফুটবল ম্যাচ পরিচালনা না-করলেও একাতেরিনা নিজেকে ফুটবলার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেই পরিচয় দিয়েছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছবিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Share this content:

Related Articles

Back to top button