আন্তর্জাতিকবাংলাদেশলিড নিউজ

যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক সামনে বাড়তে পারে না!

এবিএনএ: যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘বোঝাপড়া’র আগ পর্যন্ত দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে বাড়তে পারে না। তুরস্কের রাজধানী আনকারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠক শেষে গ্রাহান জানান, সাংবাদিক ও লেখক জামাল খাশোগি হত্যায় যারা জড়িত তাদের ওপর অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেস।
তিনি সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরে যা ঘটেছে তা অস্বস্তিকর। মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে যে নেতৃত্ব এসেছে তা আমি প্রত্যাশা করিনি। লেবাননের প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ, সব সমালোচককে ধরে জেলে ভরা, তুরস্কে জামাল খাশোগির পাশবিক হত্যাকাণ্ড- এগুলো সবই আন্তর্জাতিক আচরণের লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমি এই উপসংহারে পৌঁছেছি যে, মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বোঝাপড়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক সামনে বাড়তে পারে না।’
গত নভেম্বরে সিআইএ তাদের এক প্রতিবেদনে জানায়, ইস্তাম্বুলে গত অক্টোবরে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা মুহাম্মদ বিন সালমানের নির্দেশেই হয়েছে। তবে সৌদি আরব বরাবরই দাবি করে আসছে, খাশোগি হত্যায় মুহাম্মদ বিন সালমান জড়িত নন।
গ্রাহাম বলেন, ‘আমরা জামাল খাশোগি হত্যায় জড়িতদের ওপর অবরোধ আরোপ শুরু করব। আমরা নিশ্চিত বিবৃতি দেব যে, খাশোগি হত্যা সম্পর্কে মুহাম্মদ বিন সালমান জানতেন এবং তাদেরকে বুঝাব যে, আপনারা যুক্তরাষ্ট্রের মৈত্রী হলে এ ধরনের কাজ করতে পারেন না।’

Share this content:

Related Articles

Back to top button