এবিএনএ: যুক্তরাষ্ট্রের কলোরাডোয় সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কলোরাডোর স্প্রিংস এলাকার ক্লাব কিউ-এ ওই হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং তার জখমের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। খবর সিএনএনের।
তিনি বলেন, পুলিশ মধ্যরাতের পর প্রথম গুলির ঘটনার ব্যাপারে ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্মকর্তারা ক্লাবের ভেতরে হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করেন। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাননি পামেলা কাস্ত্রো। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।