এবিএনএ : যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পরও বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় সোমবার টানা ১৪তম দিনের মতো দেশটির ছোট-বড় সব শহরে পুলিশি নিপীড়ন ও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার দেখা গেছে বিক্ষোভকারীদের। এদিনই কংগ্রেসে ডেমোক্র্যাটরা পুলিশে আমূল সংস্কার আইনের প্রস্তাব এনেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে সহস্রাধিক বিক্ষোভকারী পুলিশের হাতে নিহতদের স্মরণ করেছে। নর্থ ক্যারোলাইনার শার্লোট শহর কাউন্সিলের বৈঠক শুরুর আগে হাজার হাজার বিক্ষোভকারী পুলিশে সংস্কার আনার দাবি জানিয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনে সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
গত কয়েকদিনে সন্ধ্যার পর কারফিউ উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষকে বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে। কিন্তু রোববারের পর থেকে অধিকাংশ শহরে কারফিউ তুলে নেওয়া হলে সে চিত্র পাল্টেছে। সোমবার রাতে ওয়াশিংটনের রাস্তাগুলো ছিল শান্ত। স্লোগানের বদলে বিক্ষোভকারীরা এদিন পুলিশের হাতে নিহতদের স্মরণ করেছে। অথচ দু’দিন আগ পর্যন্তও হাজার হাজার মানুষ কারফিউ উপেক্ষা করে রাতভর সেখানে বিক্ষোভ করেছে। তবে প্যাসিফিক নর্থওয়েস্টে পুলিশ ও বিক্ষোভকারীরা সোমবার রাতভর রাস্তায় মুখোমুখি অবস্থান নিয়েছিল। পোর্টল্যান্ড ও সিয়াটলের সড়কেও বিক্ষোভ হয়েছে এদিন।
পুলিশ বাহিনীর সংস্কার প্রস্তাব কংগ্রেসে
পুলিশের বর্বরতা, অসদাচরণ বন্ধ, গলা বা ঘাড় চেপে ধরা নিষিদ্ধসহ বাহিনীর সদস্যদের জবাবদিহিতা ও বিচার নিশ্চিত করতে স্থানীয় সময় সোমবার কংগ্রেসে একটি সংস্কার আইনের প্রস্তাব দিয়েছেন ডেমোক্র্যাটরা। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় তার চাপে পড়েই পুলিশে সংস্কারের এ বিল কংগ্রেসে আনা হয়। পুলিশ বাহিনীতে যে আমূল সংস্কারের কথা ওই বিলে বলা হয়েছে তা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
বিলটিতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উল্লেখ থাকছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ উঠলে তাকে আইনের আওতায় আনার পথ সহজ করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে। এ ছাড়া নাগরিকদের সঙ্গে পুলিশের অসদাচরণের একটি পরিসংখ্যান রাখার কথাও বলা হয়েছে এবং গলা বা ঘাড় চেপে ধরার বিষয়টি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর কমলা হ্যারিস, সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমারসহ আরো কয়েকজন ডেমোক্র্যাট সংস্কার বিলটি তৈরিতে কাজ করেছেন। সোমবার তারা ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’ শিরোনামে বিলটি পেশ করেন।
বিবিসি জানিয়েছে, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি সমর্থন পাবে কি-না তা নিয়ে সংশয় আছে। কয়েকজন রিপাবলিকান নেতা তাদের নিজস্ব একটি বিল তৈরির চিন্তাভাবনা করছেন।
এমন পরিস্থিতিতে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস, সর্বত্রই পুলিশের বরাদ্দ বাতিলের দাবি উঠেছে। অনেকে পুলিশ বিভাগ বিলুপ্ত করারও দাবি জানিয়েছেন। মিনিয়াপোলিস শহর কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা ইতিমধ্যে স্থানীয় পুলিশ বিভাগ বিলোপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পুলিশের বরাদ্দ বাতিলের দাবির সঙ্গে একমত নন।
ফ্লয়েডকে স্মরণ করল হিউস্টন
মিনিয়াপোলিসে বাসা বদলের আগে টেক্সাসের হিউস্টনে থাকতেন জর্জ ফ্লয়েড। সোমবার তার লাশ হিউস্টনের দ্য ফাউন্টেইন অব প্রেইজ গির্জায় রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে ছয় ঘণ্টা কফিনটি রাখা হয়েছিল। হিউস্টনে সোমবার ফ্লয়েডের পরিবারের সঙ্গে দেখা করেছেন বাইডেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। হিউস্টনের আগে মিনিয়াপোলিস ও নর্থ ক্যারোলাইনাতে শেষশ্রদ্ধা জানানো হয় ফ্লয়েডকে। মিনিয়াপোলিস শহরে গত ২৫ মে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। নিরস্ত্র ফ্লয়েডকে হাতকড়া পড়িয়ে রাস্তায় উপুড় করে শুইয়ে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার ঘাড়ে প্রায় ৯ মিনিট হাঁটু চেপে ধরে রেখেছিলেন। এ সময় দম বন্ধ মারা যান ফ্লয়েড। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।
আদালতে চাওভিন
ফ্লয়েডের ঘাড়ে যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু চেপে ধরেছিলেন সেই ডেরেক চাওভিনকে সোমবার মিনেসোটার আদালতে হাজির করা হয় ভিডিওকনফারেন্সের মাধ্যমে। গত মাসেই চাওভিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ফ্লয়েড হত্যার অভিযোগ আনা হয়। অন্য তিন পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সোমবার আদালত চাওভিনের জামিন মূল্য নির্ধারণ করে দিয়েছেন। বিবিসি জানিয়েছে, কোনো শর্ত ছাড়া চাওভিনের জামিন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার ডলার। জামিন মূল্য নিয়ে আপত্তি করেননি চাওভিনের আইনজীবী। ১৫ মিনিট ধরে চলা শুনানির সময় কোনো কথা বলেননি চাওভিন। এ সময় তার হাতে হাতকড়া ছিল। কমলা রঙের পোশাক পরে ছিলেন তিনি। আগামী ২৯ জুন তাকে ফের আদালতে তোলা হবে।