আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে নিহত ৩

এবিএনএ : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনলুলুতে অগ্নিকাণ্ডে তিনজন মারা গেছেন। শুক্রবার হনলুলুতে ৩৬ তলা বিশিষ্ট কনডমিনিয়াম টাওয়ারে এ অগ্নিকাণ্ড ঘটে।
গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে ২৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।  স্বল্প সময়ের মধ্যে আগুন অন্য তলাতে ছড়িয়ে পড়ে। ভবন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের ১০০ কর্মী।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই ছিলেন ২৬ তলাতে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত তথ্য তিনি জানাননি।
ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা কর্মীরা বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অসুস্থ হয়ে পড়া অন্তত দুইজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজনের অবস্থা গুরুতর।
ভবনের অন্যান্য অ্যাপার্টমেন্টগুলোতে লোকজন আটকা পড়ে। সরিয়ে আনা লোকজনকে স্থানীয় একটি পার্কের অস্থায়ী আশ্রয়ে রাখা হয়।

Share this content:

Related Articles

Back to top button