আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

‘১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুন:প্রবর্তন সময়ের দাবি’ : প্রধান বিচারপতি

এবিএনএ : প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। এই অনুচ্ছেদের ফলে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি,বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন,দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময় মতো বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচারকার্যে বিঘ্ন ঘটে। এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়। নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণের ৯ বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
১ নভেম্বর বিচারবিভাগের পৃথকীকরণের বর্ষপূর্তি দিবস। ২০০৭ সালের পহেলা নভেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাসদার হোসেন মামলা দায়ের আলোকে নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথক করা হয়।
প্রধান বিচারপতি বাণীতে বলেন, উল্লেখিত প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুন: প্রবর্তন হওয়া সময়ের দাবি। ওই বিধানটি পুন: প্রবর্তন করলে বিচার বিভাগের স্বাধীনতা আরো সমুন্বত ও সংহত হবে, এবং বিচার বিভাগের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

Share this content:

Back to top button