খেলাধুলা

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ রনিয়েরি

এ বি এন এ : মাত্রই দলকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা। এবার পেলেন ব্যক্তিগত পুরস্কার। অবনমনের খরায় থাকা লেস্টার সিটি তাদের ক্লাব ইতিহাসের ১৩২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোয় প্রিমিয়ার লিগ বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন তিনি।
একই দিন ইতালিয়ান এই কোচের হাতে ওঠে বর্ষসেরা লিগ ম্যানেজারের পুরস্কারও। ‍৬৪ বছর বয়সী রনিয়েরি দ্বিতীয় কোনো কোচ যিনি এই শিরোপা জিতলেন। এর আগে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ২০০২ ও ২০০৪ সালে এই অ্যাওয়ার্ডটি জিতেছিলেন।
প্রিমিয়ার লিগ চলাকালীন রানিয়েরি তিনবার ‘মাসের সেরা কোচ’ নির্বাচিত হয়েছিলেন। আর মৌসুম শেষে নিজ দেশ ইতালির বর্ষসেরা কোচের পুরস্কারও দেওয়া হয়ে তাকে।

Share this content:

Back to top button