এবিএনএ: রাজধানীর যাত্রাবাড়ীতে শফিকুর রহমান (৬০) ও ফরিদা ইয়াসমিন নামে এক দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মোমেনবাগ এলাকার আড়াবাড়ি বটতলার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাদের কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
পুলিশ জানায়, ভিকটিম দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলায় তাদের চারতলা বাড়ির দুই তলায় থাকতেন। আর ভবনের নিচতলায়, তিনতলা ও চার তলায় ভাড়া দেওয়া আছে। এই দম্পতির ছেলে ইমন পুলিশে চাকরি করেন। ইমনের স্ত্রী একই বাসায় থাকেন। তবে গতকাল ইমন দাদাবাড়ি ফেনীতে চলে যায় এবং তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। আজ সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের পার্কিংয়ে শফিকুরের গলা কাটা মরদেহ আর শোয়ার কক্ষে ফরিদার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন বলেন, হত্যাকাণ্ডটি ডাকাতি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেই বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসার আলমারি খোলা পাওয়া গেছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে কাজ করে যাচ্ছি।