খেলাধুলা

মিরাজ ফিরছেন, কলম্বো টেস্টে বদল আসতে পারে একাদশে – কারা থাকছেন, কারা বাদ পড়বেন?

ভাইরাল জ্বর কাটিয়ে ফিট মিরাজ; কলম্বো টেস্টে ফিরছেন শুরুর একাদশে, বাদ পড়ার সম্ভাবনায় স্পিনার নাঈম ও ব্যাটার জাকের

এবিএনএ: বাংলাদেশ টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভাইরাল জ্বর থেকে সেরে উঠেছেন এবং সম্পূর্ণ ফিট হয়ে গেছেন। গল টেস্ট চলাকালীনই তিনি ব্যক্তিগত অনুশীলন শুরু করেন এবং এখন কলম্বোতে দলের সঙ্গে সম্পূর্ণ প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ও শেষ টেস্টে মূল একাদশে ফিরছেন তিনি।

মিরাজের ফেরার ফলে একাদশে পরিবর্তন অবধারিত। সম্ভাব্যভাবে বাদ পড়তে পারেন ডানহাতি স্পিনার নাঈম হাসান, যিনি গল টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও কন্ডিশনের কারণে হয়তো এই ম্যাচে সুযোগ নাও পেতে পারেন।

কলম্বোর উইকেট সাধারণত পেসারদের সহায়ক। শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ইঙ্গিত দিয়েছেন, উইকেট অনুযায়ী স্পিনের চেয়ে পেসে গুরুত্ব দেওয়া হতে পারে। সেই অনুযায়ী তিন পেসার খেলাতে চাইলে একজন ব্যাটারকে জায়গা ছাড়তে হবে।

এই সমীকরণে সম্ভাব্যভাবে বাদ পড়তে পারেন লোয়ার অর্ডারের ব্যাটার জাকের আলী। যদি তিন পেসার খেলানো হয়, তাহলে একাদশে জায়গা পেতে পারেন এবাদত হোসেন, যিনি ইনজুরি থেকে ফিট হয়ে ফিরেছেন এবং দলে ফিরে আসার জন্য প্রস্তুত।

তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রামে রাখা হতে পারে, কারণ গল টেস্টে তেমন প্রভাব রাখতে পারেননি। অন্যদিকে এবাদত ইনজুরির আগে ছিলেন টেস্ট দলে প্রথম পছন্দের পেসার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, জাকের আলী/এবাদত হোসেন, হাসান মাহমুদ, এবাদত হোসেন/নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button