এবিএনএ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ গণশুনানীর আয়োজন করে।
সুন্দরবন সুরক্ষায় গঠিত ইয়ুথ ফোরাম সভাপতি কলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সহসভাপতি জামাল হোসেন বাপ্পা ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ।