মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা ও লুটের অভিযোগ

এবিএনএ,বাগেরহাট: বাগেরহাটের মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা ও প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, মাদক সেবনকারী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মোংলা উপজেলা পরিষদ এর পিছনে সত্তার লেন এর মোঃ হাবিব এর ছেলে মোঃ রবিউল (৩৫), মোঃ শফিকুল (৩০), রাতারাতি কলোনীর মোঃ আব্দুল খলিল এর ছেলে মোঃ সজল (২৮), কবরস্থান রোডের আবুল কালাম এর ছেলে মোঃ ইব্রাহিম বাবুচি (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন কিছুদিন পুর্বে পাঁচ লাখ টাকা চাঁদাদাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় গত মঙ্গলবার (২৯এপ্রিল) সন্ধ্যা সারে ৬টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ০৫নং ওয়ার্ডের মামার ঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আখি এন্টারপ্রাইজ এর ভিতরে অফিস রুমে ধারালো রামদা, চাপাতী, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত এলোপাথাড়ি মারপিট শুরু করে। ধারালো চাইজিন কুড়াল দিয়ে খুন করার জন্য মাখার মাঝ খানে কোপ দিয়ে গুরুত্বর হাঁড় কাটা রক্তাক্ত জখম করে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাট ও তান্ডব চালায়।
এসময়ে ব্যবসায়ীর প্যান্টের পকেটে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার দুইশ টাকা নিয়ে নেয় এবং আগামী ৭ দিনের ভিতরে চাঁদার বাকি টাকা না দিলে খুন করিয়া লাশ মোংলা পশুর নদীতে ফেলে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল শুক্রবার (২এপ্রিল) রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ করেন।
ওই চক্রটি বিগত আওয়ামী সরকারের আমলে বীরদর্পে চাঁদাবাজী, লুটপাট,সন্ত্রাসী কর্মকান্ড চালালেও এখনো আবার বিএনপির পরিচয় দিয়ে ওই অপরাধ চালিয়ে যাচ্ছে। এতে জনমনে আতংক তৈরী হচ্ছে।মোংলা বন্দরকেন্দ্রীক ওই অপরাধী চক্রকে তুষ্ঠ না করে ব্যবসা পরিচালনা অনেকটা কস্টসাধ্য হওয়ায় প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ব্যবসায়ী সমাজ ও স্থানীয়রা।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো.আনিসুর রহমান বলেন,ভুক্তভোগী ব্যবসায়ীর কাছথেকে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোলা থানা এলাকা অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান থানা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।
Share this content: