আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত

এবিএনএ : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বিএনপি নেতা এম এ মান্নানকে বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রোববার এই আদেশ দিয়ে রুল জারি করেন। এ ছাড়াও মান্নানকে দায়িত্ব পালনে যেন কোনো বাধা দেয়া না হয় সে আদেশ দিয়ে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণের নিয়োগও স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এলজিআরডি সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উচ্চ আদালতের এই রায়ের ফলে মেয়র মান্নানের পদে বসতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
সরকারের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মান্নানের পক্ষে রিট আবেদনটি করেন তার আইনজীবী আবু হানিফ। আদালতে মান্নানের পক্ষে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনি লড়াই চালিয়ে মেয়র পদে ফেরার পর এক মাসের মধ্যেই গত বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বরখাস্ত হন মান্নান।
দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ওই পদক্ষেপ নেয় বলে এক আদেশে জানায়।

Share this content:

Related Articles

Back to top button