
এবিএনএ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে এখন আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে তার হাতের অপারেশন শুরু হয়। পরে প্রায় পৌণে তিন ঘণ্টা অপারেশনের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে বার্ন ইউনিটের ডাক্তাররা জানান।
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে (১১) গত ১১ জুলাই (মঙ্গলবার) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকদের ধারণা, সে ডারমাল ভাসকুলার ম্যালফরমেশন, লিমফেটিক ম্যালফরমেশন, নিউরোফাইব্রো-ম্যাটোসিস কিংবা কনজেনিটাল হাইপারক্যারাটোসিস-এই চারটি চর্মরোগের মধ্যে যে কোনো একটি রোগে জটিলভাবে আক্রান্ত।
Share this content: