এবিএনএ : একেবারেই ‘ফিটনেস ফ্রিক’! সারাদিন যত ব্যস্ততাই থাকুক না কেন, স্বামী-স্ত্রী দু’জনেই সময় বের করে নেন যোগ বা জিম সেশনের। বেড়াতে গিয়েও জিম-টাইম মিস করেননি বিপাশা বসু-করণ সিং গ্রোভারের কেউই। আইফার অনুষ্ঠান মঞ্চে মাত করার পর ফের লম্বা ছুটিতে বিপাশা ও করণ। আপাতত মিয়ামির নীল সমুদ্রের জলে পা ডুবিয়েই ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে বিপাশা বসু শেয়ার করেছেন মিয়ামি বিচে নিজের বিকিনি পরিহিত হট লুকের একটি ছবি। এই ছবিতে বিপাশার শারিরীক সৌন্দর্য আরো বেড়েছে বলেই মনে করছেন সবাই। লাল রঙা বিকিনিতে তাকে আগের চাইতে আরো বেশি আবেদনময়ী লাগছিল। বেশ সাবলীল ও আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বিপাশাকে। এই ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, মিয়ামির বিচ অসাধারণ। নীল সমুদ্রের পাড়ে সমুদ্রকন্যা হয়ে হাঁটতে ভালো লাগছে। কেমন মনে হচ্ছে আমার ফিটনেস? এমন প্রশ্ন ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দেন এ অভিনেত্রী। আর তার উত্তরে প্রায় সবাই বিপাশার এমন রুপের প্রশংসা করেছেন।