আমেরিকালিড নিউজ

মার্কিন সিনেটে অনুমোদন, সুগম হল পম্পের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পথ

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত মাইক পম্পেও অল্প ভোটের ব্যবধানে সোমবার সিনেট প্যানেলের অনুমোদন পেয়েছেন।ফলে সাবেক এ সিআইএ পরিচালকের জন্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পথ সুগম হল। ইরাক যুদ্ধ ও নজরদারি ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে পম্পেওর বিরুদ্ধে অবস্থান নেয়া রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সাবেক গোয়েন্দাপ্রধানের পক্ষে ভোট দিয়ে সামান্য ব্যবধানে তাকে জিতিয়ে দেন। সিনেট প্যানেলে পম্পেওর এই অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।তিনি পম্পেওকে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত করতে চাইছেন। গত মার্চ মাসে টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প। পম্পেও সিনেটে অনুমোদন না পেলে তিনিই হতেন এই কমিটি কর্তৃক প্রত্যাখ্যাত প্রথম কোনো রাষ্ট্র মনোনীত ব্যক্তি।

Share this content:

Back to top button