আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে হুমায়ূন মেলা

এবিএনএ : লেখক-নাট্যকার-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। শো টাইম মিউজিক অ্যান্ড প্লের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দোস পার্টি হল এবং বহিরাঙ্গণে আয়োজিত মেলায় ছিল হুমায়ুনের লেখা বইয়ের স্টল। ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন। এরপর ‘হুমায়ূন আহমেদের সাহিত্য মধ্যবিত্তের জীবনে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, সর্বস্তরের মানুষের হৃদয় স্পর্শ করেছে হুমায়ূন আহমেদের লেখা। বাঙালির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন হুমায়ূনের বিচরণ থাকবে আমাদের সমাজে, সভ্যতার ইতিহাসে। তার বই পড়ে বাঙালিরা স্বপ্ন দেখতে শুরু করেছে। হুমায়ূন বাঙালি চেতনাকে জাগ্রত করে গেছেন। তা অটুট রাখতে হবে জীবনের সর্বস্তরে।

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। মেহের আফরোজ শাওন বলেন, এই শহরে পাঁচ বছর আগে হারিয়েছি আমার হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে। আজ আপনাদের ভালবাসার সান্নিধ্যে সেই কষ্টবোধ কিছুটা হলেও হালকা হলো বলে মনে করছি।

বেশ কয়েক দফা বৃষ্টি ঝরলেও মেলায় লোক সমাগমে কোনো কমতি ছিল না। মেলার আয়োজক সংস্থার প্রধান আলমগীর খান আলম বলেন, নিউইয়র্কের আর কোনো সেমিনারে এত মানুষ দেখিনি। এতেই হুমায়ূন আহমেদের প্রতি প্রবাসীদের গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ ঘটেছে।

মেলা মঞ্চে হুমায়ুনের লেখা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, দিলরুরা খান, চন্দনা মজুমদার, কৃষ্ণাতিথি, শাহ মাহবুব, রোকসানা মির্জা প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button