বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কামরানের বাসায় আরিফুলের কুশল বিনিময়

এবিএনএ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটে পিছিয়ে থাকা বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন ভোটে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরানের ছড়ারপাড়ের বাসায় যান বিএনপির ধানের শীষের প্রার্থী আরিফুল। এ সময় আরিফুলের সঙ্গে ছিলেন তার স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা। কামরানের বাসায় প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন আরিফুল পরিবার। এ সময় একান্তে কথা বলেন কামরান-আরিফুল। বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী। দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল তখন। আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তিনি দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসঙ্গে কাজ করতে চাই আমরা।’

সিলেটে সব সময় একটা রাজনৈতিক সম্প্রীতি রয়েছে উল্লেখ করে বদর উদ্দিন কামরান বলেন, ‘আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।’ গত ২০১৩ সালের নির্বাচনেও সিটি নির্বাচনে মেয়র পদে জিতে কামরানের বাসায় গিয়েছিলেন আরিফুল। এবারের সিলেট সিটি নির্বাচনে যদিও এখনো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি, তবে গতকাল সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন আরিফুল। গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। স্থগিত দুই কেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৭৮৭টি। অর্থাৎ কামরানের চেয়ে আরিফুল যত ভোটে এগিয়ে আছেন, তার চেয়ে ১৬১ ভোট বেশি রয়েছে স্থগিত দুই কেন্দ্রে। এই দুই কেন্দ্রে আবার ভোট নেয়ার পর চূড়ান্তভাবে ফল ঘোষণা করা হবে। অসম্ভব কিছু না ঘটলে আরিফুলের বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ গতকাল রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন সব ভোট পুনর্গণনার। আর আজ কামরান গোলযোগের অভিযোগে ১৮টি কেন্দ্রে আবার ভোটের দাবি জানিয়েছেন। সোমবার ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা ১৩২ কেন্দ্রের যে ফলাফল ঘোষণা করেন, তাতে  বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

Share this content:

Related Articles

Back to top button