
এবিএনএ : চট্টগ্রামের মেজবানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগেই,তাইতো পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় নিয়মিতই এই মেজবান আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছিল পতেংগা হালিশহর এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। সংগঠনটির উদ্যোগে গত পহেলা জুলাই,সোমবার ১১ রেলরোড লেন, ব্রুকলন, নিউজারসি -০৮০৩০ এ অবস্থিত ‘ব্রুকলন আমেরিকান লেজিয়ন’এ ঈদ পুর্নমিলনী উপলক্ষে মেজবান এর আয়োজন করা হয়েছিল।ঐদিন বিকেল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত মেজবানের খানাপিনা চলে। এই মেজবান অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামবাসীসহ অন্যান্য প্রবাসীরাও সপরিবারে যোগদানের মাধ্যমে মেজবান সফল করায় আয়োজক সংগঠনের নেতৃবৃনদ ধন্যবাদ জানিয়েছেন। আয়োজকদের সূএে জানা গেছে,মেজবান অনুষ্ঠানে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেন্সিলভেনিয়া,নিউইয়রক অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহন করে।বিপুল সংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে এই মেজবান অনুষ্ঠান প্রবাসে চট্টগ্রামবাসীর মিলনমেলায় পরিনত হয়।
Share this content: