,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

মারাত্মক হুমকির মুখে ১০০ কোটি অ্যান্ড্রয়েড ফোন!

এ বি এন এ : মারাত্মক একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোন ও ট্যাব এর শিকার। বিশ্বের প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ফোনে ‘কোয়াডরুটার’ নামের ভাইরাসটির আক্রমণ ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ব্যবহারে হ্যাকাররা ফোনের ক্যামেরাসহ যাবতীয় ডেটায় প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি কম্পানি চেক পয়েন্ট এসব তথ্য জানায়। কোয়াডরুটার-এর আক্রমণ ঘটেছে বলেই সন্দেহ করছেন তারা। এক প্রতিবেদনে বলা হয়, কোয়ালকম চিপ দিয়ে নির্মিত বিশ্বের ৯০ কোটি ফোন হুমকির মুখে রয়েছে। চেক পয়েন্টের হেড অব মোবিলিটি প্রোডাক্ট ম্যানেজমেন্ট মাইকেল শাওলভ এ-সংক্রান্ত সন্দেহের কথা দুই সপ্তাহ আগেই জেডডিনেট নামের একটি ওয়েবসাইটে জানান দেন। বলেন, এই মুহূর্তে পৃথিবীতে কারো স্মার্টফোন নিরাপদ নয়। সমস্যা দূরীকরণের ক্ষেত্রে কোয়ালকম ও গুগলের মধ্যে সমন্বয়কারীর ঘাড়ে দায় চাপে। উদাহরণ হিসাবে বলা যায়, একজন আক্রমণকারী কারো ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দিতে পারেন। এই অ্যাপটি ইনস্টল হতে কোনো পারমিশন লাগবে না। এর মাধ্যমে হ্যাকার ফোনের ‘রুট’ অ্যাকসেস পাবেন। অর্থাৎ, তারা এর মাধ্যমে ফোনের সব ডেটা দেখতে পারবেন এবং ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করবেন। কোয়ালকম জানায়, তারা এ বিষয়ে গুগলের সঙ্গে একটি উদ্যোগ গ্রহণ করেছে। আগামী মাসেই হয়ত আপডেটের মাধ্যমে সমস্যার সমাধান ঘটবে। গুগলের নেক্সাস ফোন সবার আগে এই আপডেট পাবে। পরে অন্যান্য ফোনে আসবে। কোয়াডরুটার আক্রমণের ক্ষেত্রে হ্যাকার পছন্দের সম্ভাব্য ফোনগুলো হতে পারে ব্ল্যাকবেরি প্রিভ এবং ডিটেক৫০, নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬, নেক্সাস ৬পি, এলজি জি৪, এলজি জি৫, এলজি ভি১০, সন এক্সপেরিয়া জেড আল্ট্রাম, এইচটিসি ওয়ান, এইচটিসি এম৯, এইচটিসি ১০, ব্ল্যাকফোন ১ এবং ব্ল্যাকফোন ২। এ ছাড়া আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন এবং ফেডারেল ট্রেড কমিশন এ মাসের শুরুতেই অ্যাপল, গুগল, ব্ল্যাকবেরি, এইচটিসি, মটোরলাসহ বিশ্বের শীর্ষস্থানীয় ফোন নির্মাতাদের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক করতে চিঠি দিয়েছে। কোয়ালকমের আরেক কর্মকর্তা জানান, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ আমাদের অন্যতম লক্ষ্য। গবেষকদের মাধ্যমে আমরা এই হুমকি সম্পর্কে সচেতন। এ বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যে হুমকি সম্পর্কে তথ্য আসে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই সবার নিরাপত্তার জন্যে ৪ ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আগামীতেও বিশেষজ্ঞদের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আমাদের তৎপরতা অব্যহত থাকবে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited