এবিএনএ : দুই দফা নিষ্ফল বৈঠকের পর নৌমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিকরা।
নৌ পথে পণ্য আনা-নেয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে সোমবার ফের প্রতিনিধিদের বৈঠকে ডাকে নৌমন্ত্রণালয়। সচিবালয়ে নৌমন্ত্রী শাহাজাহান খানের সভাপতিত্বে দীর্ঘ বৈঠকের পর জাহাজ মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এতে দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম, মংলা এবং সব নদীবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হবে।
এর আগে ধর্মঘট নিয়ে শনিবার চট্টগ্রামে এবং রোববার ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। কোন সিদ্ধান্ত ছাড়াই এ দুটি বৈঠক শেষ হয়।
প্রসঙ্গত, শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর অতিরিক্ত মজুরি চাপিয়ে দেয়ার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার জাহাজ না চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।