আন্তর্জাতিকলিড নিউজ

পোল্যান্ডে দাতব্য অনুষ্ঠানে মেয়রকে ছুরিকাঘাত

এবিএনএ: পোল্যান্ডের জিডানস্ক শহরের মেয়রকে স্টেজে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। রোববার একটি দাতব্য অনুষ্ঠানে স্টেজে উপস্থিত হলে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
পায়েল আডামোভিকস নামের ৫৩ বছরের ওই মেয়রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পাঁচ ঘণ্টা অপারেশনের পরও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হামলাকারী ২৭ বছরের এক যুবক। তার আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তাকে আটক করা হয়েছে।
হামলার সময় হামলাকারী চিৎকার করে বলতে থাকে যে, তাকে গত সরকারের সময় অন্যায়ভাবে জেলে ভরা হয়েছিল এবং যে দল তখন সরকারে ছিল তারা মেয়র আডামোভিকসকে সমর্থন করেছিল।
চিকিৎসক টমাজ স্টেফানিয়াক জানিয়েছেন, হামলায় মেয়র আডামোভিকসের তলপেট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ ঘণ্টা অপারেশনের সময় মেয়রকে ৪১ ইউনিট রক্ত দেওয়া হয়।
তিনি বলেন, ‘তার অবস্থা খুব খুবই সংকটাপন্ন। আগামী কয়েক ঘণ্টায় তার অবস্থা বোঝা যাবে।’

Share this content:

Related Articles

Back to top button