খেলাধুলালিড নিউজ

ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এবিএনএ: এএফসি অনূর্ধ্ব—১৬ নারী ফুটবলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে রবিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্তপর্বের টিকিট পেল বাংলাদেশের মেয়েরা। দু’দলের জন্যই ছিল এই ম্যাচটি কঠিন পরীক্ষা। কারণ সমান ৯ পয়েন্ট ছিল তাদের। তাই চূড়ান্তপর্বে যেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শক্তিশালী ভিয়েতনামকে হারিয়েই চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে মারিয়া, মনিকা, তহুরারা। তবে রানার্সআপ হিসেবে ভিয়েতনামেরও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেটা ছয় গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ হলেই কেবল সম্ভব হবে।

Share this content:

Back to top button