এবিএনএ: জীবনের ৪৩টি বসন্ত পেরিয়ে গত মঙ্গলবার ৪৪ বছরের পা রেখেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টার বাকি রাখেননি তার প্রিয়জনরা। সেই দিনের পার্টির ছবি-ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী পোস্ট করেছেন নিজেই। তারপরই ভাইরাল হয়ে পড়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর জন্মদিন পার্টির বিভিন্ন মুহূর্ত।
ভারতীয় গণমাধ্যমে খবর, জন্মদিনের পার্টিতে সুস্মিতার বয়ফ্রেন্ড রোহমান শল ছাড়াও ছিলেন দুই মেয়ে রিনি-আলিশাসহ পরিবারের লোকজনরাও। জন্মদিন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছিল বাড়ির ছাদ। সেখানেই হয়েছে কেক কাটা থেকে শুরু করে অন্য কাজকর্ম। জন্মদিনে পরিবারের থেকে এ রকম সারপ্রাইজ পেয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী যে পুলকিত তা ফুটে উঠেছে তার অভিব্যক্ততেই।
জন্মদিন পালনের ভিডিও পোস্ট করে সুস্মিতা লিখেছেন, ‘ম্যাজিকাল জন্মদিন উদযাপন। যা একজন চাইতে পারে তার সব কিছুই রয়েছে।’ এই আয়োজনের জন্য মেয়েদের ও বয়ফ্রেন্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন।