ব্রেক্সিটের পরও ব্রিটেনেই থাকবেন ইউরোপীয়রা

এ বি এন এ : ব্রেক্সিট কার্যকর হলেও ব্রিটেনে বসবাসরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকরা দেশটিতে থাকার সুযোগ পাবেন। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ব্রিটেনের বসবাসরত এসব নাগরিকদের প্রতি ছয় জনের মধ্যে পাঁচ জনকেই নিজ দেশে বৈধভাবে পাঠানো অসম্ভব- বিষয়টি অনুধাবন করার পরই এ ঘোষণা দেয়া হয়েছে।
ব্রিটেনে বর্তমানে ৩৫ লাখ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নাগরিক বসবাস করছেন। ২০১৯ সালের শুরুতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে। ওই সময়ের মধ্যেই এর ৮০ শতাংশ নাগরিকই ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করার অধিকার পেয়ে যাবেন।
৩৫ লাখের মধ্যে ছয় লাখ নাগরিক ২০১৯ সালের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার অধিকার পাবেন না। তবে সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেয়ার মাধ্যমে তাদেরও ব্রিটেনে স্থায়ী হওয়ার অনুমতি দেয়া হবে।
এর আগে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা দেন, ব্রিটেনের বসবাসরত নাগরিকদের এখানে থাকার অধিকারের নিশ্চয়তা তিনি দেবেন না। তবে এবার বিটিশ গণমাধ্যম জানিয়েছে, পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্রিটিশ সরকার।
Share this content: