মৌমিতার ‘ও পরান পাখিরে’ (ভিডিও)

এবিএনএ : এ সময়ের চিত্রনায়িকা মৌমিতা মৌ। আক্তারুল আলম টিনুর ‘ফ্রেন্ডস ফর এভার’ সিনেমায় নবাগত শক্তির বিপরীতে অভিনয় করেছেন তিনি। গতকাল সোমবার এ সিনেমার ‘ও পরান পাখিরে’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এতে মৌমিতার সঙ্গে নেচেছেন নবাগত শক্তি খান। কক্সবাজার সমুদ্র সৈকত, পাহাড়ি অঞ্চলসহ বেশ কিছু লোকেশনে তাদেরকে রোমান্স করতে দেখা যায়।
এ প্রসঙ্গে রাইজিংবিডিকে মৌমিতা মৌ বলেন, ‘চলতি বছরের জুনে এ গানের শুটিং করেছি। রোমান্টিক ঘরানার এ গানের কাজ ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মৌ। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শুভ। এর পরে রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে সাড়া ফেলেন তিনি। এ সিনেমায় মৌমিতার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। তাছাড়া চলতি বছরের শুরুতে তার অভিনীত ‘মাটির পরী’ সিনেমাটি মুক্তি পায়।
দেখুন : ‘ও পরান পাখিরে’ শিরোনামের গান
Share this content: