,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

বিশ্বে ১২৮টি দেশের সাংসদদের মধ্যে ৩০ বছরের নিচে রয়েছে ১.৯ শতাংশ

এবিএনএ : বিশ্বে ১২৮টি দেশের সংসদ সদস্যদের মধ্যে ৩০ বছরের নিচে রয়েছে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের চতুর্থ দিনে ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টারিয়ানস’ এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের ১২৮টি দেশের সংসদ সদস্যদের ওপর পরিচালিত ‘ইয়ুথ পার্টিসিপেশন ইন ন্যাশনাল পার্লামেন্ট ২০১৬’ শীর্ষক এক গবেষণার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি উগান্ডার ২৬ বছর বয়সী তরুণ সংসদ সদস্য মাউরিন অসরো ও আইপিইউ‘র জেন্ডার পার্টনারশীপ প্রোগ্রামের প্রধান জেনেভার সংসদ সদস্য জিইনা হিলাল সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে তরুণ সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া স্পোকস পার্সন জেন মিলিগান।

জিইনা হিলাল বলেন, সংসদীয় প্রক্রিয়ায় তরুণ নেতৃত্ব কম থাকায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং গণতন্ত্র শক্তিশালীকরণে তরুণ সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়টি কঠিন।

তিনি বলেন, আইপিইউ মনে করে গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক পদ্ধতি শক্তিশালীকরণে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক পরিবর্তনে তরুণদের প্রভাব রয়েছে।

ফোরাম অব ইয়ং পার্লামেন্টানারিয়ানস এর প্রেসিডেন্ট মাওরিন জানান, সংসদে তরুণদের প্রতিনিধিত্ব খুবই নগন্য। তরুণরা রাজনীতিতে আসতে অনীহাও প্রকাশ করে। কিন্তু আইপিইউ সম্মেলনকে কেন্দ্র করে তরুণদের ভোটের রাজনীতিতে আরো সক্রিয় করতে ভূমিকা রাখা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হতে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অর্থ, ভোটারদের সাড়া পাওয়া, মনোনয়ন নিশ্চিত করাসহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

নিজের দেশের বৈষম্যমূলক পরিস্থিতি তুলে ধরে মাওরিন জানান, ১৮ বছর বয়সে সবাই প্রাপ্ত বয়স্ক হয়। এ সময় তাকে সাজার আওতায় এনে প্রয়োজনে জেলেও পাঠানো হয়। কিন্তু একই বয়সে কাউকে সংসদে মনোনয়ন দেওয়া হচ্ছে না।

গবেষণায় জানানো হয়, বিশ্বের ৫৭ শতাংশ ভোটারের বয়স ২০ থেকে ৪৪ বছর। গবেষণায় বয়সসীমার তুলনামূলক চিত্রে দেখা যায়, বিশ্বে সাংসদদের মধ্যে ৪০ বছরের নিচে ১৪ দশমিক ২ শতাংশ এবং ৪৫ বছরের নিচে রয়েছে ২৬ শতাংশ সাংসদ। যদিও ২০ থেকে ৪৪ বয়সসীমার ভোটার রয়েছে ৫৭ শতাংশ।

বিশ্বে সবচেয়ে তরুণ সাংসদদের প্রতিনিধিত্ব বেশি রয়েছে সুইডেন। এখানে ১২ দশমিক ৩ শতাংশ সংসদ সদস্য ৩০ বছরের মধ্যে। ইকুয়েডর রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ দেশে ১০ দশমিক ৯ শতাংশ, তৃতীয় স্থানে ফিনল্যান্ড ১০ দশমিক ৫ শতাংশ, নরওয়ে ১০ দশমিক ৮ শতাংশ।

৪০ বছরের নিচে বয়সী সংসদ সদস্যদের মধ্যে ডেনমার্কে রয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ, এনডোরা ৩৯ দশমিক ৩ শতাংশ ও ইকুয়েডর ৩৮ শতাংশ।

৪৫ বয়সের নিচে রয়েছে ওমানে ৬৫ দশমিক ৯ শতাংশ, ইথিওপিয়া ৬৩ দশমিক ৬ এবং এনডোরা ৬০ দশমিক ৭ শতাংশ। ২০ থেকে ৪৪ বছর বয়সীদেরকে এ সমীক্ষায় তরুণ সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আমেরিকা-ইউরোপ-আফ্রিকান দেশগুলোতে ৩০ বছরের নিচের বয়সী সর্বাধিক সংসদ সদস্য রয়েছে। তরুণ সংসদ সদস্যদের মধ্যে পুরুষ ও নারী অনুপাত হচ্ছে ৬০ : ৪০। মাত্র ৯টি দেশের সাম্প্রতিক নির্বাচনে ৪৫ বছরের নিচের বয়সী ৫০ শতাংশ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশ্বে এক দশমিক ২ বিলিয়ন (১২০ কোটি) তরুণ ভোটার রয়েছে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited