এবিএনএ : বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই পুরো ইংল্যান্ড জুড়ে চলছে উৎসব। ফুটবলের দেশে এমন উৎসব চোখ ধাঁধানোর মত। গতকাল সোমবার ওভালে বিজয় প্যারেডের আয়োজন করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রফি নিয়ে অধিনায়ক ইয়ন মরগানের নেতৃত্বে চলে উদযাপন।
থেরেসা মে বলেন, ‘ফাইনালে অসাধরণ পারফরমেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার-বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ জয় ইংল্যান্ড ক্রিকেটে ভবিষ্যতের জন্য অনেক বড় অর্জন। এই জয় দেখে ইংল্যান্ডের শিশুরা ক্রিকেট খেলার জন্য আগ্রহী হবে। ভবিষ্যতে আরও অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। আশা করি, মরগান-স্টোকসদের মত বড় মাপের ক্রিকেটার হবে এবং ভবিষ্যতে আমাদেরকে আবারো বিশ্বকাপ শিরোপা এনে দিবে।’
Share this content: