এবিএনএ : আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সে সঙ্গে জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খোলোয়াড় পুরস্কার ম্যান অব দ্য টুর্নামেন্ট। এ দৌড়ে এগিয়ে থাকা সাকিব আল হাসান ও রোহিত শর্মকে টপকে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিউই কাপ্তান।
উইলিয়ামসন ১০ ম্যাচে ৫৭৮ রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন, তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক ভীষণ প্রশংসিতও হয়েছেন। তার সাথে ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে সাকিবের রান ৬০৬। বাঁ হাতি স্পিনে নিয়েছেন ১১ উইকেট।
গত বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরার পুরস্কার উঠেছিল স্টার্কের হাতে। ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এবার তো আরও বেশি উইকেট পেয়েছেন—২৭টি। টুর্নামেন্ট-সেরার দৌড়ে তিনি অনেক এগিয়ে ছিলেন।
Share this content: