জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিশেষ কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

এবিএনএ: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনও দলকে আগেও সমর্থন করেনি, এখনও করে না। বুধবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র নেই। জোর করে ক্ষমতা ধরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হবে। বর্তমান সংকটের সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের সব রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এর দায়ভার সব দলকেই নিতে হবে।রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্ম প্রকল্প পরিচালনা করবে ইউএস এইড ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

Share this content:

Back to top button