বিজেপিতে যোগ দিলেন জাদেজার স্ত্রী রিভাবা


এবিএনএ: পাঁচ মাস আগে করনী সেনার নারী শাখার প্রধান হিসেবে ঘোষণা করা হয় ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার নাম। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় অলরাউন্ডারের পত্নী। রোববার জামনগরে বিজেপির অফিসে সংবাদমাধ্যমের উপস্থিতিতে তাকে দলে স্বাগত জানানো হয়।

২০১৬ সালে রবীন্দ্র জাদেজার সঙ্গে বিয়ে হয় রিভাবার। দু’জনের একটি কন্যাসন্তানও আছে। রবীন্দ্র জাদেজার রেস্তোরাঁ দেখভাল করতে রাজকোটেই বেশি থাকেন রিভাবা। এছাড়া জাদেজার শহর জামনগরেও থাকেন তিনি। রিভাবা প্রথম খবরে আসেন গত বছরের মে মাসে জামনগরে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে ঝামেলার কারণে।
কনস্টেবলের অভিযোগ ছিল বেপরোয়া গাড়ি চালিয়ে পুলিশের সদর দপ্তরের বাইরে তার বাইকে ধাক্কা মারেন রিভাবা। দুর্ঘটনায় চোট পাওয়ায় তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। গত অক্টোবরে গুজরাত ও রাজস্থানে সক্রিয় করনী সেনার প্রধান হন তিনি। এবার লোকসভা ভোটের ঠিক আগে রিভাবার বিজেপিতে যোগ দেওয়া জল্পনা বাড়াচ্ছে। বিজেপির জামনগর শাখার প্রেসিডেন্ট জানিয়েছেন, রিভাবার যোগদান দলের শক্তি বাড়াবে।

এর আগে করনী সেনার নারী শাখার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে রিভাবা বলেন, ‘আমার প্রথম লক্ষ্য নারীদের ক্ষমতায়ন। তারা যেন নিজেদের জীবন চালাতে পারে, নিজেদের যত্ন নিতে পারে এবং রক্ষা করতে পারে সেইটা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য।’ তখন তার রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হলে রিভাবা জানান, এখনই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’