এবিএনএ : জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গায়ক, প্রযোজক, গীতিকার, অভিনেতা- বলিউডে হিমেশ রেশমিয়ার পরিচয়ের শেষ নেই। তাকে নিয়ে মাতামাতিও কম হয় না।
কিন্তু তার স্ত্রী কমল মিডিয়াপাড়ায় এতটা আলোচিত নন। ২২ বছর সংসার করার পরও স্বামীর সঙ্গে মিডিয়ার সামনে খুব কমই তাকে আসতে দেখা গেছে। তবে এবার আলোচনায় ওঠে এসেছেন কমল।
কারণ তার বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছেন স্বামী হিমেশ রেশমিয়া। মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক আদালতে হিমেশ ওই আবেদন করেন। গত কয়েকমাস ধরে কমল ও হিমেশ আলাদা থাকছেন। তারা দুজনেই জানিয়েছেন, পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে তাই এ সিদ্ধান্ত নিয়েছেন।
২১ বছর বয়সে কমলকে বিয়ে করেন হিমেশ রেশমিয়া। সায়েম নামের তাদের একটি ছেলে আছে। হিমেশ-কমল কেন এ সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।