এবিএনএ: সম্প্রতি বিকিনি পরে নেটদুনিয়ায় হাজির সারা খান। আর তাতেই তাকে নিয়ে বিতর্ক এখন তুমুলে। মুসলিম কন্যা হয়ে কেন এমন পোশাক পড়েছ? তোমার মুসলিম হওয়ার যোগ্যতা নেই। একের পর এক মন্তব্য শুনতে হচ্ছে ভারতীয় টেলিকুইন সারাকে। টাইট শিডিউলের মাঝে ছুটি নিয়ে কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। ডেস্টিনেশন সমুদ্র সেখানের বীচে বিকিনি পরে গিয়েছিলেন নায়িকা। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই হল কাল। কেউ কেউ নায়িকার ফিগারের তারিফ করলেও, বেশির ভাগই আঙুল তুলেছেন তার পোশাকের দিকে। এমন কিছু ছবি তিনি পোস্ট করেছেন যা আসলেই চোখে লাগার মতো। কারণ কয়েকটি ছবিতে অশ্লীল অঙ্গভঙ্গিও রয়েছে তার। আর সব মিলিয়ে এখন বিতর্কের চূড়ায় অবস্থান করছেন সারা।