
এবিএনএ : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার পর। অধিবেশন স্থল রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে সকাল ৯টা থেকেই কাউন্সিলররা যোগ দিতে শুরু করেছেন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাউন্সিল অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে। এ আগে গতকাল শনিবার অধিবেশন শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। প্রধানমন্ত্রী শেখ হাসিন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তবে আজকের অধিবেশন শেষেই থেকেই জানা যাবে কে হচ্ছে দলতি সাধারণ সম্পাদক।
Share this content: