বিনোদনলিড নিউজ

‘চল পালাই’ ছবির আইটেম গানে নায়লা নাঈম

এবিএনএ : ‘চল পালাই’ ছবির আইটেম গানে আবেদনময়ীরূপে দেখা যাবে নায়লা নাঈমকে। সুদীপু কুমার দ্বীপের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন মুন।

গানে সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, আইটেম গানটি সিনেমায় নতুন সংযোজন। দু’দিন শুটিং চলবে এফডিসির কড়ইতলায়। চমৎকার সেটে শুটিং হচ্ছে। প্রথমদিনের কাজ ভালোভাবে শেষ করেছি। সিনেমার সাথে এই আইটেম গান দর্শকদের আন্দেলিত করবে।

আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘চল পালাই’ ছবিটি। মূল ভূমিকায় অভিনয় করছেন শিপন, তমা মির্জা ও শাহ রিয়াজ। আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, শিমুল খান, জাদু আজাদ, আহমেদ শরীফ প্রমুখ। ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button