এবিএনএ : বাহুবলিকে এতো দ্রুত পরাস্ত করা সহজ হবে তা কেউ ভাবে না। কিন্তু বুধবার ‘তানাজি’ ছবির পোস্টার নিয়ে টুইটারে উচ্ছ্বাস ও উদ্দীপনা এমনই ইঙ্গিত দিচ্ছে। বুধবার প্রথম তানাজির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পর থেকেই টুইটারে চলছে হুলুস্থুল কাণ্ড। মারাঠি ইতিহাসের উজ্জ্বল নাম তানাজি মালুসারে। প্রায় সাড়ে ৩’শ বছর আগে সিনহাগাদের যুদ্ধে তার প্রবল বিক্রম আজও কিংবদন্তি হয়ে আছে। সেই বীর যোদ্ধাকে এবার রুপালি পর্দায় নিয়ে আসছেন বলিউডের সিংঘামখ্যাত অভিনেতা অজয় দেবগান।
ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি ঢালের সাহায্যে আত্মরক্ষা করছেন ‘তানাজি’। তার ঢালে এসে ঠিকরে যাচ্ছে অসংখ্য তীর।
এক দিকে কিংবদন্তি তানাজি, অন্যদিকে অজয়ের মতো জনপ্রিয় অভিনেতা। দুই মিলে তৈরি হয়েছে তুমুল উচ্চাশা।
টুইটারে ‘সুপার্’, ‘ইনটেন্স’ ইত্যাদি প্রতিক্রিয়া দেখিয়েছে হাজার হাজার মানুষ। তবে সেরা কমেন্টটি নিঃসন্দেহে করেছেন একজন। যিনি বলেছেন, ‘‘বাহুবলী কে? আমি কেবল তানাজিকে চিনি।’’
‘তানাজি’ বাহুবলিকে টেক্কা দিতে পরবে কি না, সেটা জানতে অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হবে। ওম রাউতের পরিচালনায় এই ছবি ২০১৯ সালে মুক্তি পাবে।