আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যে গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সী সাউথ এর কমিটি। গত প্রায় দুই যুগ ধরে নিউজার্সী সাউথ এ বসবাসরত শহীদ জিয়ার অনুসারী জাতীয়তাবাদী শক্তি যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখলেও স্থানীয় কলূষিত রাজনীতির কারনে বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়া সম্ভব হয়নি কখনও।বিএনপির যুক্তরাষ্ট্রের কমিটির কোন অনুমোদন না থাকায় গঠন করা হয়নি ষ্টেট কমিটিও। গত ২৩ ফেব্রয়ারী বুধবার দুপুর বারোটায় প্রধান অতিথী হিসাবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়ার যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে বিএনপির সহ-আন্তজাতিক সম্পাদক এবং আফ্রিকা এবং উত্তর ও দক্ষিন আমেরিকার সংগাঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন জুম মিটিয়ে উপস্থিত থেকে বিএনপি অব নিউজার্সী ষ্টেট সাউথ এর সভাপতি হিসাবে সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক হিসাবে রহমান বাবুলের নাম প্রকাশের মধ্য দিয়ে নিউজার্সী বিএনপির রাজনীতির বন্ধ্যাতের অবসান ঘটল এবং পাশাপাশি সকল নেতা এবং কর্মীর সম্মতিক্রমে একটি পূনাঙ্গ কমিটি গঠনে এক ধাপ এগিয়ে গেল। আনোয়ার হোসেন খোকন নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোঃ কাউছার ,সাধারন সম্পাদক রহমান বাবুল, প্রাক্তন আহবায়ক গিয়াসউদ্দিন পাঠান, প্রাক্তন সদস্য সচিব মোহাম্মদ দিদার এবং সদস্য জহিরুল ইসলাম বাবুলকে আগামী এক সপ্তাহের মধ্য পূনাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যের কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত হন বিএনপির সহ-আন্তজাতিক সম্পাদক খোকন।মরনঘাতি কোভিডের কারনে দীর্ঘদিন ফেরিয়ে গেলেও খোকনের উপস্থিতিতে গঠিত আহবায়ক কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন পাঠান এবং সদস্য সচিব মোহাম্মদ দিদারের আন্তরিক প্রচেষ্ঠা সত্ত্বেও সম্ভব হয়নি একটি পূনাঙ্গ কমিটির রূপরেখা প্রনয়ন। অবশেষে গত জানুয়ারী মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সী সাউথের জুম মিটিং এর মাধ্যমে জনাব খোকন সকলের কাছে গ্রহনযোগ্য সভাপতি এবং সাধারন সম্পাদকর নাম জানতে চান এবং এই দুটি পদের জন্য আগ্রহীদের বায়োডাটা পাঠানোর অনুরোধ জানান। ইতিমধ্যে অধিকাংশ নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি যোগাযোগের মাধ্যমে মতামত গ্রহন করেন। তিনি বলেন আহবায়ক কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন পাঠান ,সদস্য সচিব মোহাম্মদ দিদার,সদস্য সৈয়দ মোঃ কাউছার এবং জহিরুল ইসলাম বাবুলের আন্তরিক প্রচেষ্ঠা ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আনুগত্যের ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের অনুমোদিত নতুন এই কমিটি। সভাপতি হিসাবে সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক হিসাবে রহমান বাবুলের নাম প্রস্তাবের পর নেতা ও কর্মীদের নিরংকুশ সমর্থন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়ার যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মদ বলেন আজকের এই কমিটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে আমাদের নেতা কর্মীদের মাঝে মডেল হয়ে থাকবে।তিনি আরও বলেন নেতাকর্মীদর মধ্যে পদ পদবী নিয়ে প্রতিযোগিতা থাকবে কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয় এবং দলে কোন বিভাজন সৃষ্টি না করে।