এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সেমিনারটি সফল করার জন্য দলীয় নেতা-কর্মী সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রবাসী বাংলাদেশীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।