ফেসবুক লাইভে মৌসুমীর জন্মদিন উদযাপন (ভিডিও)

এবিএনএ : চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন ৩ নভেম্বর। বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে পারিবারিকভাবে তার জন্মদিন উদযাপন করা হয়। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এ দৃশ্য দেখার সুযোগ করে দেন ভক্ত-দর্শককে।
বুধবার দিবাগত রাত ১২টা বাজতেই ওমর সানি, পুত্র ফারদিন এহসান স্বাধীন, কন্যা ফাইজা, আত্মীয়স্বজন ও চলচ্চিত্র শিল্পীরা সমবেত হয়ে ‘হ্যাপি বার্থডে’ বলে মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেন।
এখানে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক আমিন খান, অমিত হাসান, মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, গীতিকার কবির বকুল। লাইভে অমিত ও মিশার রসিকতা ছিলো আনন্দদায়ক।
কেক কাটার পর মৌসুমীর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর জনপ্রিয় গান ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ এবং ‘এখন তো সময় ভালোবাসার’ খালি গলায় গেয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। গলা মিলিয়েছেন মৌসুমী আর পূর্ণিমাও। চমকপ্রদ ব্যাপার হলো, গান চলাকালীন মৌসুমীর গালে ভালোবাসার চুম্বন দেন ওমর সানি। এরপর স্ত্রীকে কেক খাইয়ে দিয়েছেন তিনি।
ভিডিওটি দেখে নিতে পারেন:
https://www.facebook.com/officialomarsani/videos/1143543385714428/
Share this content: