বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার বিচার করলে কি ভুল হবে?’

এবিএনএ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে স্বাধীন করার ডাক দিয়েছেন। এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল না? এজন্য মির্জা ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার বিচার করলে কি ভুল হবে? জানতে চেয়ে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, দেশকে আবার তারা স্বাধীন করবে, কোন স্বাধীনতা? পাকিস্তানে ইমরান খান সাহেব এসেছে তাই মহাখুশি। অচিরেই টের পাবেন কত ধানে কত চাল! বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে আবার ওয়ান-ইলেভেন সৃষ্টির সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন। খোঁজ-খবর আমরা রাখছি। কোথায় কোথায় বৈঠক হয়েছে, কারা কোথায় আসা-যাওয়া করছে। গত ৭ দিনে কারা কারা ব্যাংককে যাচ্ছেন, আসছেন আমরা সব জানি। ব্যাংককে এখন ঘাঁটি বানানো হয়েছে। তবে আপনাদের ষড়যন্ত্র সফল হবে না। দেশে আর ওয়ান-ইলেভেন আসবে না। জনগণ সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো। কারা কারা ষড়যন্ত্রের বাতাস দিচ্ছেন জানি, বাতাস দেওয়া বন্ধ করুন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমি, ঢাকা নগর নেতা শাহে আলম মুরাদ, সাদেক খান, শেখ বজলুর রহমান প্রমুখ।

Share this content:

Back to top button