পার্লামেন্টে চকলেট খেয়ে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

এবিএনএ: কানাডার পার্লামেন্টে ভোটাভুটির সময় লুকিয়ে চকলেট খান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভেবেছিলেন কারো নজরে পড়বে না তার এ কর্ম। কিন্তু বিরোধী কনজার্ভেটিভ সাংসদ স্কট রিডের নজর এড়ায়নি বিষয়টি। বিষয়টি লক্ষ্য করেই সোজা স্পিকারের কাছে নালিশ করেন তিনি। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। এ ঘটনার পর পরই সর্বসমক্ষে উঠে দাঁড়িয়ে ঘটনার জন্য ক্ষমা চান কানাডার প্রধানমন্ত্রী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পার্লামেন্টের হাউসে বসে লুকিয়ে বার্গার বা অন্য কোনো কিছু খাওয়া আইনত বারণ। সেই নিয়মই সম্প্রতি লঙ্ঘন করে বসলেন দেশটির প্রধানমন্ত্রী।
স্পিকারের কাছে নালিশ করার সময় কনজার্ভেটিভ সাংসদ স্কট রিড বলেন, ‘সম্মানিত স্পিকার, আমরা সবাই জানি যে, পার্লামেন্টের নিয়মানুযায়ী, হাউজে বসে কোনো ধরনের খাবার খেতে বারণ করা হয়েছে। তবে আমি লক্ষ্য করলাম, শেষ ভোটের সময় অনেকেই নিজের সিটে বসে খাচ্ছিলেন। তাদের মধ্যে কানাডিয়ান প্রতিরক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীও আছেন, যিনি নিজের চকলেট নিজের ডেস্কে লুকানোর চেষ্টা করেছেন।’পরে স্পিকার কানাডার পার্লামেন্টের হাউসে বসে লুকিয়ে কোনো কিছু খাওয়া আইনত বারণ বলে উল্লেখ করে। এর পরই নিজের কর্মের জন্য স্পিকারের কাছে ক্ষমা চান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় স্পিকারের উদ্দেশে ট্রুডো বলেন,‘আসলে আমার কাছে একটা চকলেট বার ছিল। তাতেই কামড় বসিয়েছি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।’
Share this content: