
এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের বিশ্রাম নেয়ার সুবিধায় নিজের ও বোন শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ সেট বালিশ, চাদর, তোষক ও বালিশের খোলস দিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল পাঁচটায় আশকোনায় হাজিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ হজক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে এসব দ্রব্যাদি পৌঁছে দেন।
Share this content: