
এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার মতো একজন নেতাও কি পাওয়া গেল না! বিএনপির নেতৃত্বে কী এতই দৈন্যদশা। দলটির চেয়ারপাসনের কি দেশের কোনো নেতার প্রতি এতটুকু ভরসা নেই? তিনি বলেন, দেশে কাউকেই পাওয়া গেল না, অথচ বিদেশে থাকা পলাতক এক আসামীকে চেয়ারপারসন করতে হলো। দেশে থাকা একজন নেতারও কি চেয়ারপারসন হওয়ার যোগ্যতা নেই? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
১/১১ সরকারের সময়ে গ্রেফতার হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি তখন গ্রেফতার হওয়ার পর পরই জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছি। আমার আত্মীয়-স্বজনদের মধ্যে কাউকেই এ দায়িত্ব দেইনি। যোগ্যতা অনুযায়ীই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।তার ওই সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো’র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।
Share this content: